ক্রেতাদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ক্রেতাদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠল পুরাতন মালদার একটি স্টিল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। মালদা শহরের বিভিন্ন জায়গায় বড় বড় হেডিং দিয়ে ওই স্টিল প্রাইভেট লিমিটেড দাবি করছে তাদের কম্পানির তৈরি tmt bar অন্যান্য কম্পানির চাইতে সবচেয়ে উন্নত। যদি কেও তাদের কম্পানির তৈরি tmt bar এর চাইতে ভালো বা সমকক্ষ প্রমাণ করতে পারে তাহলে নগদ ৫লক্ষ টাকা দেওয়া হবে। এই ধরনের বিঞ্জাপন উপভোক্তা বিষয়ক আইন বিরোধী। তাই এবারে এই অভিযোগ তুলে।

আরও পড়ুন -  সংক্রমিত ব্যক্তির মৃত্যুর সময় শ্রদ্ধার সঙ্গে শেষকৃত্য না করতে দেওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ উপ-রাষ্ট্রপতির

এই বিঞ্জাপনের বিরোধিতা করে অরিন্দম মৈত্র নামে এক ব্যাক্তি consumer ফোরাম সহ উচ্চ দপ্তরে লিখিত অভিযোগ করেন। তিনি জানান এই ধরনের বিজ্ঞাপন ক্রেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ধরনের বিজ্ঞাপন উপভোক্তা বিষয়ক আইনি বিরোধী। এই নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। তিনি আরো জানান ওই স্টিল প্রাইভেট লিমিটেড মুর্শিদাবাদ, উঃ ও দঃ দিনাজপুর সহ মালদাতে বড় বড় হডিং করে এই বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু ওল্ড মালদার নলডুবি এলাকার তাদের অফিসে তালা বন্ধ রয়েছে। এই বিষয়ে অথরাইজড ডিলার এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে
কোনো সদ্দুত্তর পাওয়া যাইনি।

আরও পড়ুন -  Gold Price Today: সুবর্ণ সুযোগ আজকে, আবার নিম্নমুখী সোনার দাম