মহাকাশ প্রযুক্তির প্রয়োগ ও জিও- ইনফরমেটিক্স ক্ষেত্রে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটের সঙ্গে প্রসার ভারতীর মৌ স্বাক্ষর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ এক ঐতিহাসিক পদক্ষেপের নিদর্শন হিসেবে ভারতের গণসম্প্রচার সংস্থা প্রসার ভারতী কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটের সঙ্গে মহাকাশ প্রযুক্তির প্রয়োগ এবং জিও – ইনফরমেটিক্স বা ভূতথ্যের আদান – প্রদানের ক্ষেত্রে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত মৌ অনুযায়ী ৫১টি শিক্ষামূলক ডিটিএইচ টিভি চ্যানেল, ডিডি ফ্রি ডিস্ক গ্রাহকদের কাছে দূরদর্শনের সহযোগী চ্যানেলগুলির মাধ্যমে দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন -  Aparajita Adhya: ‘বেশরম’ হয়ে গেলেন লক্ষ্মী কাকিমা, শাড়ি ব্লাউজ ছেড়ে নাইট ক্লাবে, ভক্তরা পাগল হলেন

এই পদক্ষেপের ফলে প্রতিটি পরিবারে গুণমান বিশিষ্ট শিক্ষামূলক অনুষ্ঠান দর্শক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। শহর ও গ্রামাঞ্চলের সমস্ত ডিডি ফ্রি ডিস্ক পরিষেবার গ্রাহকরা দিবারাত্রী বিনামূল্যে এই ৫১টি ডিটিএইচ শিক্ষামূলক চ্যানেল দেখতে পারবেন। সকলের কাছে শিক্ষা পৌঁছে দেবার লক্ষ্যে সরকারের উদ্দেশ্য পূরণে এই উদ্যোগ সুদূর প্রসারী ভূমিকা নেবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  French League: উল্লাসে মেতে উঠেন নেইমার ও এমবাপ্পে, পিএসজির জয়