সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মাসে ত্রিশ দিন কাজ দিতে হবে, পারিশ্রমিক ভাতা বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে, স্বাস্থ্য সাথীর কার্ড প্রদান করতে হবে সহ পাঁচ দফা দাবি নিয়ে মালদা জেলা জুড়ে আন্দোলনে নামলেন CF কর্মীরা। এই মর্মে এদিন সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। DS ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর এই দাবি দাওয়ার ভিত্তিতে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন সংগঠনের কর্মীরা।
মাসে ত্রিশ দিন কাজ দিতে হবে, পারিশ্রমিক ভাতা বৃদ্ধি করতে হবে
Published By: Khabar India Online |
Published On: