২০২১এর এয়ারো ইন্ডিয়ার জন্য সংবাদ মাধ্যমের নিবন্ধীকরণের প্রক্রিয়া শুরু

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ত্রয়োদশ ২০২১ এয়ারো ইন্ডিয়া প্রদর্শনী ফেব্রুয়ারির ৩-৭ তারিখ পর্যন্ত কর্ণাটকের বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বিমান বাহিনীর ঘাঁটিতে অনুষ্ঠিত হবে।

দোশরা নভেম্বর অর্থাৎ আজ থেকে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনীতে যেসমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যোগ দিতে চাইবেন তাঁরা অনলাইনের মাধ্যমে তাদের নাম নিবন্ধীকৃত করতে পারবেন। এর জন্য কোন অর্থ দিতে হবেনা। তবে যেসব বিদেশী সাংবাদিকরা এই প্রদর্শনীতে আসতে চাইবেন তাঁদের বৈধ জে-ভিসা থাকতে হবে।

আরও পড়ুন -  Porn Case: মুম্বইয়ে কাজ করার সময় পর্ণ ফিল্মের প্রস্তাব এসেছিল, মুখ খুললেন অভিনেত্রী মিশমি

https://aeroindia.gov.in/media/mediaregcontent এই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধীকরণের সময়, সংবাদ মাধ্যমের বৈধ পরিচয়পত্রের নাম্বার, পিআইবি অথবা রাজ্যের অ্যাক্রেডিটেশন নাম্বার, সরকারি পরিচয় পত্রের কার্ড নাম্বার এবং ৫১২ কেবি-র কম সাইজের ছবি আপলোড করতে হবে।

আরও পড়ুন -  Mouni Roy: ইনস্টাগ্রামে তার ৫টি হট রিল দেখে নেটিজেনরা বলছেন, "গ্লোবাল ওয়ার্মিং এর আসল কারণ!"

৫ দিনের এই বাণিজ্যিক প্রদর্শনীতে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক শিল্পের বড় বড় সংস্থা এবং বিনিয়োগকারীরা ছাড়াও দেশ-বিদেশের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এয়ারো ইন্ডিয়া তথ্য, ধারণা ও বিমান পরিবহণ শিল্পের নতুন নতুন উদ্ভাবনের বিষয়ে আদান-প্রদানের ক্ষেত্রে অনন্য সুযোগ তৈরি করবে। এছাড়াও মেক ইন ইন্ডিয়া কর্মসূ্চির মাধ্যমে দেশীয় বিমান পরিবহন শিল্পের ক্ষেত্রে এই প্রদর্শনী সহায়ক হবে। প্রায় ৫০০ দেশী-বিদেশী সংস্থা এই প্রদর্শনীতে অংশ নেবে বলে মনে করা হচ্ছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  প্রাক্তন মুখ্য সচিব, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ