খনির নীচে কয়লার চাল চাপা পড়ে মৃত এক ইসিএল কর্মী। উত্তেজনা খনি চত্বরে

Published By: Khabar India Online | Published On:

জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ অন্ডালে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ অন্ডালের পড়াসকোল ইস্ট কলিয়ারিতে খনির নীচে নিজের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক । হটাৎ খনির কয়লার বিশাল চাঙর ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের উপর। ঘটনায় তিনজন গুরুতর জখম হন তাদের মধ্যে গোপাল গোপ নামে বছর ৪২ এর এক শ্রমিক ঘটনাস্থলেই কয়লার চাল চাপা পড়ে মারা যান।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্তরে। খনির শ্রমিকরা জানান, খনি কর্তৃপক্ষের গাফেলতির জন্যই এই দুর্ঘটনা। খনির নীচে নিরাপত্তা নেই বললেই চলে এমনটাই এক খনি কর্মী জানান। খনি শ্রমিকদের দাবি তারা বার বার খনি কর্তৃপক্ষকে খনির নীচে নিরাপত্তার কথা জানিয়েছেন,কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় এই দুর্ঘটনা। পুরো ঘাটানানার জন্য খনি কর্মীরা ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করছেন।

আরও পড়ুন -  চিত্রনায়িকা কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন