জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কুলটির বেলরুই গ্রামের রায় পরিবারে তিনশ বছরের অধিক সময় ধরে মায়ের আরাধনা হয়ে আসছে ৷ এই পুজোর বিশেষত্ব হোলো, গান স্যালুটে দশমীতে মা কে বিদায় জানানো ৷ বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা শেষে মায়ের ঘট বিসর্জন সেরে গান স্যালুটে দেবীকে বিদায় জানায় রায় পরিবারের সদস্যরা ৷ যেখানে পরিবারের পুরুষ সদস্যদের সাথে মহিলারাও অংশ গ্রহণ করেন ৷ এই বিষয়ে রায় পরিবারের বাচ্চু রায় জানিয়েছেন, ক্ষত্রিয় পরিবার হিসাবে তাদের পুজোর এই রীতি বংশ পরম্পরায় চলে আসছে ৷ একই সাথে পরিবারের মহিলাদেরও ছোটো থেকে আত্মরক্ষার স্বার্থে বন্দুক বা আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় পরিবার সুত্রে ৷ তাই তারাও দেবীকে বিদায় জানাতে এই রীতিতে অংশ গ্রহণ করেন ৷ এদিন কুলটির বেলরুই গ্রামে রায় পরিবারের দেবীকে বিদায় জানানোর গান স্যালুটের অনুষ্ঠান দেখতে জন সাধারণের ভিড় জমে।