অতীন্দ্রিয় অবগাহন
জেবুননাহার জনি ( বাংলাদেশ )
সাদা মেঘে লেখা ছিল ভাগ্য লেখন
সিক্ত মনে স্নিগ্ধ ছায়া চূর্ণ করে
ডুবে যায় মেঘলা রাতের চাঁদ
ছায়ায় শিথিল পথে কে যেন
হেঁটে যায় নিবিড় পায়ে
জ্বোনাক জ্বলা সন্ধ্যায়
দোল খায় শিহরণ শাখায় শাখায়
মুছে যায় অতৃপ্ত আঁচলে
পড়ন্ত রাতের সিঁথির সিদুর
উত্তাল ভৈরবে শিশির ঝরিয়ে
অতীন্দ্রিয় অবগাহনে হৃদয়ের তোলপাড়ে
সাধ শুধু সাধ থেকে যায়
কপালে তোমার একটি চুম্বন…
আরও পড়ুন - Durga Pujo: ভার্চুয়ালি দুই শতাধিক পুজোর উদ্বোধন করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়