অভিনব উদ্যোগ নিল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দীর্ঘ লকডাউন এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন দুর্গা পুজোর আগে অভিনব উদ্যোগ নিল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। এই মর্মে রবিবার সংগঠনের ১৮ তম বার্ষিক সাধারণ সভায় প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেওয়া হলো উপহার। সদস্যদের পাশাপাশি স্থানীয় মহদীপুর পার্কিং জোনের দুস্থদের লরি চালকদের হাতে ও উপহার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর কার্যকরী সভাপতি ফজলুল হক, অ্যাসোসিয়েশনের সদস্য হৃদয় ঘোষ, সমীর ঘোষ সহ অন্যান্যরা। এদিন সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিগত দিনের আয় ব্যয় বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্য হৃদয় ঘোষ জানান মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ‌। দীর্ঘ লকডাউন এবং করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন দুর্গাপুজো কে সামনে রেখে প্রত্যেক সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হলো।

আরও পড়ুন -  মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে বন্যার কারণে প্রাণহানির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহর শোক জ্ঞাপন

Leave a Comment