কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির যুব মোর্চা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার করোনা আক্রান্ত হওয়ায় তার আরোগ্য কামনায় আসানসোল বার্নপুরের বারীময়দানের টাউন পূজা কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি ও তার অনুগামীরা ৷ পুজো শেষে বাপ্পা চ্যাটার্জি বলেন, দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য জুড়ে বিজেপি পরিবর্তনের পরিবর্তন আনার জন্যে ধারাবাহিক কর্ম যজ্ঞ চালিয়ে যাচ্ছে ৷ আগামী বিধান সভার নির্বাচন আর ৬ মাস দেরী ৷ তাই কর্মযজ্ঞকে তরান্বিত করতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে৷ পাশাপাশি সমগ্র বিশ্ববাসীও যেন করোনার গ্রাস থেকে মুক্তি পায়৷ এই কামনায় মায়ের মন্দিরে রবিবার পুজো দেওয়া হয় ৷

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম কমে গেল, কলকাতার বাজারে কত কমেছে!