প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শোকসভার আয়োজন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শোকসভার আয়োজন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি।
বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রণব মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইশা খান চৌধুরী, কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ সহ অন্যান্য নেতাকর্মীরা।
স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন মালদার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল প্রণব মুখার্জি।যখন রাজনীতি করতেন তখন যেমন বারবার মালদায় ছুটে আসতেন আবার রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি মালদাকে ভুলেননি।
তাঁর প্রয়াণে সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও শোক পালন করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন -  ২০২১ এর হজ যাত্রা নিয়ে মুক্তার আব্বাস নাকভির পর্যালোচনা বৈঠক