আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ,খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পৃথকদুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে একজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। অপরদিকে গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই বাইক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে নূর আহমেদ। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙা। বাইক সহ গ্রেফতার হয়েছে আজিম শেখ,ওলিউল্লা হক ও সাবিব শেখ। প্রত্যেকের বাড়ি গয়েশপুর এলাকায়।

আরও পড়ুন -  আসানসোল উত্তরে আই এস এফ এর প্রার্থীকে মানছি নাঃ প্রেসিডেন্ট সাহ আলম