সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ২৪x৭ নিঃশুল্ক মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্প লাইন౼ কিরণের সূচনা স্থগিত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক দুঃখের সঙ্গে জানিয়েছে, অনিবার্য কারণে আগামীকাল ভার্চ্যুয়ালি ‘কিরণ’ নিঃশুল্ক মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্প লাইনের সূচনা করা হবে না। ১৮০০-৫৯৯-০০১৯ এই নম্বরটি চালু করার নতুন দিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই পিছিয়ে দেবার কারণে যে অসুবিধা হল, মন্ত্রক তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  চালান বাঁচানোর এক অদ্ভুত কৌশল, সেই অদ্ভুত কৌশল দেখুন