গণেশ চতুর্থী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দ গণেশ চতুর্থী উপলক্ষ্যে তাঁর বার্তায় বলেছেনঃ-

“গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে দেশে এবং বিদেশে থাকা সমস্ত নাগরিককে আমি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।

আরও পড়ুন -  আনারস এবং খেজুর পুলাও রেসিপি

ভগবান গনেশের জন্মদিনটি গণেশ চতুর্থী হিসেবে উদযাপিত হয়ে থাকে। এই উপলক্ষ্যে সমাজের প্রতি স্তরের মানুষের অদম্য উৎসাহ, আনন্দ ও উচ্ছ্বাস নজরে আসে।

এই সময়ে আমরা সকলে কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জের সম্মুখীন। আমি আশা করবো এবং প্রার্থনা করবো, ভগবান গনেশের আশীর্বাদে আমরা সবাই দ্রুত এই মহামারীর বিপদ থেকে উদ্ধার পাবো এবং সকলে সুখী ও নিরোগ জীবন যাপন করতে পারব।

আরও পড়ুন -  Jail: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 10 বছরের জেল অভিযুক্তর

এই উৎসব উপলক্ষ্যে আসুন, আমরা পারস্পরিক সদ্ভাব, ভ্রাতৃত্ববোধ ও একতাকে সকলে মিলে শক্তিশালী করে তুলি”। সূত্র – পিআইবি।

Leave a Comment