একদিকে মনসা পূজো অন্যদিকে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ একদিকে মনসা পূজো অন্যদিকে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিব ও মনসার আরাধনা মেতেছে অসংখ্য ভক্ত। মালদা শহরের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন ব্লকেও পূজিত হচ্ছেন মা মনসা এবং ভোলেনাথ। শহরের কালিতলায় প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধামের সহীদ মনসা পূজার আয়োজন করা হয়েছে অন্যদিকে পিরোজপুরের এলাকায় শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে জমজমাট শিবের পুজো। সব মিলিয়ে শিব এবং মনসা দেবীর আরাধনায় মেতেছেন মালদাবাসি। নিষ্ঠার সহিত এবং বিভিন্ন রকমের ভোগ এবং ফলমূল দিয়ে সকাল থেকেই ভক্তরা বসেছেন শিব এবং মনসার আরাধনায়। তারই ক্ষিপ্ত ক্ষিপ্ত ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।

আরও পড়ুন -  British MP: ব্রিটিশ এমপিকে ছুরি মেরে হত্যা, গির্জার ভেতরে