৪০০ জন বিভিন্ন দলের সমর্থক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মন্ত্রীর হাত ধরে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মাড়োয়ারী সমাজের পক্ষ থেকে প্রায় ৩০০ জন সদর্শ তৃনমুল যোগদান করে রাজ্যের মন্ত্রী হাত ধরে। এই অনুষ্টানটি আয়েজন করা হয়েছে প্যাটেল ভবনে। যেখানে প্যাটেল সমাজের মোট ৩০০ জন মানুষ রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাত দ্বারা পতাকা ধরে টিএমসির সদস্যপদ গ্রহণ করেন।

আরও পড়ুন -  Rampurhat: রামপুরহাটের গণহত্যার ঘটনার প্রতিবাদসহ, 12 দফা দাবি নিয়ে শ্রমিক সংগঠনের বিক্ষোভ অভিযান

ঠিক একইভাবে অন্য দিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আসানসোল রেলপারের ২১ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যেখানে মোট ১০০ জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান কর্মসূচি অনুষ্টানে ছিলেন এম এম আই সি অভিজিৎ ঘটক। স্থানীয় কাউন্সিলার সহ তৃণমূল কর্মীসমর্থক।

আরও পড়ুন -  Karnataka Election: ক্ষমতায় ফিরলো কংগ্রেস কর্ণাটকে, বিজেপির পরাজয়