বিধবা মহিলাকে কুপ্রস্তাব

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিধবা মহিলাকে কুপ্রস্তাব। বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা। বাধা দিতে গেলে মহিলাকে ব্যাপক মারধর করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানা রায়পুর এলাকায়। এদিকে রবিবার দুপুরে ইংরেজবাজার থানায় নির্যাতিত মহিলা তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। ঘটনার তদন্তে নেমেছে থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায় আহত মহিলার স্বামী এক বছর আগে মারা গিয়েছিলেন। তারপর থেকেই সেই দুটি কন্যা সন্তান নিয়ে বাড়িতেই থাকতেন। পাশাপাশি ওই মহিলা পরিচারিকার কাজ করতেন।এলাকার তিন যুবক তাঁকে বেশ কিছুদিন উত্ত্যক্ত করতো বলে অভিযোগ। বাড়ির বাইরে বেরোতে গেলে তাকে নোংরা কথাও বলত। শনিবার রাতে যখন ওই মহিলা বাড়িতে ঘুমিয়ে ছিল তখন এই সুযোগে তিন যুবক নাম পলাশ পান্ডে, টিংকু সিল এবং হিরাময় মন্ডল বাড়ির দরজা ভেঙে মহিলার ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিতে গেলে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। মহিলার চিৎকারে প্রতিবেশীরা আসতে গেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় তিন অভিযুক্ত যুবক। এদিকে এই ঘটনার ইংরেজবাজার থানায় রবিবার দুপুরে নির্যাতিতা ওই মহিলা তিন যুবকের নামে অভিযোগ করে। ঘটনার পর থেকেই পলাতক ওই তিন যুবক। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন -  শিলাজিৎ জানতে পারলেন, শ্রীলেখা পরকীয়ার জালে !