টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল (দক্ষিণ) বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের ৮০ ন; ওয়ার্ডের বিগত পৌর নির্বাচনে বিরোধী প্রার্থী সহ বিরোধীনেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, তাদের হাতে দলীয় পতকা তুলে দিলেন বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস ব্যানার্জী, উপস্থিত ছিলেন জেলা সভাপতি, বিধায়ক, মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি!সহ স্থানীয় কাউন্সিলার।
আরও পড়ুন - পিপিই কিটের গুণমান যাচাই এবং শংসাপত্রের জন্য এনএবিএল – এর পক্ষ থেকে সাইপেট অনুমোদন পেয়েছে