তদন্ত কাজে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ২০২০ সালে ‘তদন্ত কার্যে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক’এ ১২১ জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করা হবে। বিভিন্ন অপরাধের তদন্তের কাজে পেশাদারিত্বকে উৎসাহ দিতে এবং তদন্তকারী আধিকারিকদের তদন্তের কাজের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিতে ২০১৮ সালে এই পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন -  টার্গেট দিল্লি, তৃণমূলে যোগ দিলেন প্রখ্যাত সমাজকর্মী সাকেত গোখলে

এ বছর সিবিআই থেকে ১৫ জন, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশ থেকে ১০ জন, উত্তর প্রদেশ পুলিশের ৮ জন, কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের ৭ জন সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের পুরস্কৃত করা হবে। পুরস্কৃতদের তালিকায় ২১ জন মহিলা আধিকারিকও রয়েছেন।

আরও পড়ুন -  Inhuman: ‘অমানুষ’, মুক্তি ডিসেম্বরে

পুরস্কার বিজেতাদের তালিকাটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন-
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/PIB%20Delhi/HM’S%20MEDAL%20FOR%20INVESTIGATION,%202020%20-%20LIST%20OF%20AWARDEES.pdf
সূত্র – পিআইবি।

Leave a Comment