আন্তঃরাজ্য গাঁজা চক্রের হদিসে বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আন্তঃরাজ্য গাঁজা চক্রের হদিসে বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৷ বুধবার সকালে এডিপিসির পক্ষ থেকে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে ডিসি সায়ক দাস এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, মঙ্গলবার রাতে এক বিশেষ সূত্রে খবর পেয়ে এনএইচ -২ এর ওপর জুবিলি মোড়ের কাছে অভিযান চালিয়ে প্রায় ৩৩০ কেজি গাঁজা উদ্ধার করে ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ৬ চাকা গাড়ি ও একটি পিকঅাপ ভ্যান সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয় ৷ যাদের মধ্যে একজন উত্তর প্রদেশ, একজন উত্তর ২৪ পরগনার সোদপুর ও বাকি তিনজন আসানসোল উত্তর , কুলটি ও অণ্ডালের বাসিন্দা বলে জানা গেছে ৷ ধৃতদের বুধবার আসানসোল কোর্টে চালান করা হবে ৷ যেখানে তিনজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের দাবি জানানো হবে ৷ এদিন ডিসি সায়ক দাসের সাথে সাংবাদিক বৈঠকে এসিপি সেন্ট্রাল সৌমদীপ ভট্টাচার্য , আসানসোল উত্তর থানার আধিকারিক শান্তনু অধিকারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন -  Janhvi Kapoor: জাহ্নবী কাপুর মাদক বিক্রির ব্যবসায় নামলেন! অভিনয় ছেড়ে