সচেতন বার্তা পাঠালেন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা যোদ্ধা করোনাকে হারিয়ে যোগ দিলেন কাজে ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল দক্ষিণ থানার এক এস আই সহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৪ দিন আগে। সেই সময় এসআইকে হোম কোয়ারেন্টাইন সহ বাকিদের দুর্গাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। তাদের মধ্যে এস আই সহ বেশ কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার আসানসোল দক্ষিণ থানার এস আই অরুণাভ ভট্টাচার্যি পুনরায় করোনা যোদ্ধা হিসাবে নিজের কাজে যোগ দিয়ে সমাজকে অভয় বার্তার সাথে সচেতন বার্তাও পাঠালেন।

আরও পড়ুন -  ১৪ টাকা করে প্রতিদিন বিনিয়োগ করুন স্বামী ও স্ত্রী, ৫ হাজার টাকা পেনশন পাবেন মাসে