লকডাউনে হাওড়াতে পুলিশের নাকা চেকিং চলছে জোরদার

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ হাওড়া, লকডাউনে হাওড়াতে পুলিশের নাকা চেকিং চলছে, ডকুমেন্ট ও কাগজ দেখার পর গাড়ি ছাড়া হচ্ছে। জরুরি প্রয়জনীয় গাড়ি গুলিকে কাগজ পত্র ভালো ভাবে চেক করার আগে কোনো গাড়ি ছাড়া হচ্ছে না।
কঠোর ভাবে লকডাউন পালন কড়াচ্ছেন কলকাতা পুলিশ। বিনাকারণে রাস্তায় বের হলেই তাদের আটক করা হচ্ছে। শহরের একাধিক জায়গায় পুলিশ মোতায়নের ফলে লোকজন লকডাউন মানতে বাধ্য হচ্ছেন। রাস্তায় কাউকে গাড়ি নিয়ে দেখলেই পুলিশ তাদের কাগজ খতিয়ে দেখছেন। তাই আগের তুলনায় এখন বিনা কাজে বের হওয়া মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবুও দু-এক জন বিভিন্ন ছুতোয় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও বের হচ্ছে রাস্তায়। পুলিশ বিনা কারণে বাহির হওয়া ব্যক্তিদের কাহাকে আটক করেছে অথবা সতর্ক করে দিচ্ছে এমনটাই দেখা গেল হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। হাওড়া ব্রিজের উপর করা নজরদাড়ি লক্ষ করা গেল। ঘটনাটি গতকালের।

আরও পড়ুন -  Nobel Prize: তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ, নোবেল পেলেন সাহিত্যে