30 C
Kolkata
Sunday, May 5, 2024

এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য । এটি আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ। গৃহবধূর নাম রিঙ্কু সরকার । বাপের বাড়ি নুরপুর শ্যামলাল পাড়ায় ।গত এক বছর আগে ধরমপুর চৌকির মঙ্গল সরকারের সঙ্গে বিয়ে হয় রিংকুর। জানা গেছে বিয়ের পর থেকে অশান্তি লেগেই থাকত। মৃত গৃহবধূর স্বামী বর্তমানে ভিন রাজ্যে কর্মরত ।বিয়ের পর এক বছরের বেশিরভাগ সময়ই কাজের জন্য মঙ্গল ভিন রাজ্যে ছিলেন। অভিযোগ শ্বশুরবাড়ির জা ,ননদ ও মাসি শাশুরির সাথে রিংকুর ঝামেলা লেগেই থাকত। আর সামান্য কারণেই রিংকুর উপর চলত অত্যাচার। চলত মারধর। এমনকি ভিন রাজ্য থেকে স্বামী সংসার খরচের টাকা পাঠালেও সেই টাকা হাতে পেত না রিঙ্কু ।আর শ্বশুর বাড়ির লোকজনের কাছে টাকা চাইতে গেলেই চলত মারধর। রিঙ্কু বেশ কয়েকবার তার বাপের বাড়ির লোকজন কে জানিয়েছে তার উপরে অত্যাচারের কথা। কয়েকদিন আগে রাখি বন্ধনে বাপের বাড়ি গিয়ে তাকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলতে পারে বলে সন্দেহ প্রকাশ করে রিঙ্কু ।আর শনিবার রাতে রিংকুর মৃত্যুর খবর শুনে রিংকুর বাপের বাড়ির লোকজনের সন্দেহ রিঙ্কু কে খুন করা হয়েছে। যদিও গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের দাবি আত্মহত্যা করেছে রিঙ্কু ।কিন্তু তাদের দাবি মানতে নারাজ গৃহবধুর বাপের বাড়ির লোকজন। জানা গেছে রিংকুর শ্বশুরবাড়ির লোকজনের দাবি শনিবার সকাল থেকে ঘরের দরজা খুলে নি গৃহবধূ রিঙ্কু। তাদের সন্দেহ হওয়ায় ঘটনাটি মানিকচক থানায় জানানো হয়। শনিবার গভীর রাতে মানিকচক থানার পুলিশ রিঙ্কুকে মৃত অবস্থায় উদ্ধার করে ।রবিবার সকালে রিঙ্কুর বাপের বাড়ির লোকজন গৃহবধূ রিঙ্কুকে হত্যা করা হয়েছে দাবি জানিয়ে মানিকচক থানা চত্বরে ক্ষোভে ফেটে পড়ে ।তাদের দাবি রিঙ্কুর স্বামী মঙ্গলের ষড়যন্ত্রে গৃহবধূকে হত্যা করা হয়েছে। রিংকুর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দের বিরুদ্ধে হত্যার প্রতিবাদে লিখিত অভিযোগ মানিকচক থানায় দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ ।তবে ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক ।গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।তবে এটি আত্মহত্যা না খুন সে ব্যাপারে এখনো কোনো মুখ খুলেনি নেই পুলিশ।

আরও পড়ুন -  Pakistan-South Africa: টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img