জাতীয় হস্তচালিত তাঁত দিবসে প্রধানমন্ত্রী’র বার্তা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ জাতীয় হস্তচালিত তাঁত দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জাতীয় হস্তচালিত তাঁত দিবসে আমরা আমাদের তাঁতি এবং হস্তশিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলকে অভিবাদন জানাই। তাঁরা আমাদের দেশের কারুশিল্প সংরক্ষণের জন্য অভাবনীয় প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আসুন আমরা সবাই #হস্তনির্মিত শিল্পের জন্য ভোকাল হই এবং আত্মনির্ভর ভারতের দিকে প্রয়াস জোরদার করি।’ সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Blue Aadhaar Card: করিয়েছেন ব্লু আধার কার্ড? সুবিধাগুলি কি কি এই আধার কার্ডের?