দলে থাকতে গেলে ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দলে থাকতে গেলে ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করে না বিজেপি। তাই তৃণমূল থেকে আবার তৃণমূলেই হুমায়ুন কবীর, বিপ্লব মিত্রদের মতো নেতাদের দল ছেড়ে চলে যেতে হয়েছে। শুক্রবার মালদায় দলীয় বৈঠকে যোগ দিতে এসে শাসকদলের ধান্দাবাজ নেতাদের বিরুদ্ধে এমনই কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন সকালে মালদা শহরের পুরাটুলি বাঁধরোড এলাকার বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সায়ন্তন বসু। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ মন্ডল প্রমুখ।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আগামীকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণ দেবেন