সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ অযোধ্যায় রাম মন্দিরের সূচনাক্ষনে ভূমি পূজনে মেতে উঠলেন পুরাতন মালদার রাম ভক্তরা। এদিন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ পালপাড়া, ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সদরঘাট, সাহাপুর সহ বিভিন্ন জায়গায় একসাথে বেজে উঠে শঙ্খধ্বনি এবং উলুর ধ্বনি। কোথাও আবার ঢাকঢোল এবং কাসর বাজিয়ে রাম পুজো করা হয়। চলে পূজো আরতি। সারদিন ধরে পুরাতন মালদার বিভিন্ন প্রান্তে চলে রাম যঞ্জও। তার পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে পুরাতন মালদা শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শঙ্খধ্বনি এবং উলুধ্বনির আওয়াজ ভেসে ওঠে বাতাসে। বাড়ির ছাদে রাম ভক্তরা রামের ধ্বজা উড়িয়ে এবং শঙ্খ বাজিয়ে ভূমি পুজায় সামিল হন।
অযোধ্যায় রাম মন্দিরের সূচনাক্ষনে ভূমি পূজনে মেতে উঠলেন পুরাতন মালদার রাম ভক্তরা
Published By: Khabar India Online |
Published On: