“থেনজল গল্ফ রিসর্ট”

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ মিজোরামের পর্যটন দফতরের মন্ত্রী ও সচিবের উপস্থিতে ভার্চুয়াল মাধ্যমে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় বাস্তবায়িত “থেনজল গল্ফ রিসর্ট” প্রকল্পের উদ্বোধন করেছেন।

স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় উত্তর পূর্বাঞ্চলে সুসংহত ইকো ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মিজোরামে ৯২.২৫ কোটি বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ৬৪.৪৮ কোটি টাকা ব্যয়ে এই গল্ফ রিসর্টটি গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন -  বিগত ৩৫ দিনে করোনায় নতুন করে আক্রান্তের থেকে আরোগ্যের সংখ্যা বেশি রয়েছে

ভারতে গল্ফ ভিত্তিক পর্যটন বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর কারণ হল অন্যান্য দেশের তুলনায় এখানে জলবায়ু পরিস্থিতি খুবই অনুকূল। এর সঙ্গে দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ব্যতিক্রমী আতিথেয়তা পরিষেবাগুলিও ভারতের গল্ফ পর্যটনের বৃদ্ধিতে যুক্ত হয়েছে। ভারতে সব মিলিয়ে এ পর্যন্ত ২৩০ টিরও বেশি গল্ফ কোর্স রয়েছে, যা নিয়ে গর্ব করা যায়। ভারত সরকারের পর্যটন মন্ত্রক দেশে গল্ফ পর্যটন উন্নয়নে এগিয়ে এসেছে এবং সক্রিয় সমর্থন দিয়ে চলেছে। ভারতের আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি গল্ফ কোর্স রয়েছে। ভারতে অনুষ্ঠিত গল্ফ প্রতিযোগিতাগুলিও দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে। তাই গল্ফ পর্যটন সম্পর্কে ক্রমবর্ধমান আগ্রহের দিকে লক্ষ্য রেখে, পর্যটন মন্ত্রক একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন -  একে বারে আইফোনের মতোই ফোন নিয়ে এল Vivo

১০৫ একর জমিতে এই থেনজল গল্ফ কোর্স সহ রির্সটি গড়ে তোলা হয়েছে। এখানে বিশ্বমানের গল্ফ কোর্সের সুবিধা রয়েছে। থাকছে ক্যাফেটেরিয়া, ওপেন এয়ার ফুড কোর্ট, রিসেপশন এরিয়া এবং ওয়েটিং লাউঞ্জ ইত্যাদি। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  তদন্তে নামছে রাজ্য নেতৃত্বে শিল্পাঞ্চলে বিজেপির বিরুদ্ধে গোঁজ প্রার্থীর জন্য কারা মদত দিচ্ছে