রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক পুড়লো আগুনে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক পুড়লো আগুনে। একমাত্র রোজগারের সম্বল ট্রাক পুড়ে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে রয়েছে ট্রাক মালিক ও তার পরিবার। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলার রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বালিয়া মোর এলাকায়।রবিবার ভোরে রতুয়া সামসী রাজ্য সড়কের ধরে দাঁড়িয়ে থাকা এই ট্রাকটি আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন -  Bold Web Series: ওয়েব সিরিজগুলি ইরোটিক, একলা দেখবেন, আগে এই রকম দৃশ্য দেখা যায়নি

জানাগেছে ট্রাক মালিক স্থানীয় বাসিন্দা ফজলুল হক নামে ব্যক্তির। ঈদুজ্জোহার কারণে লরিটি দুই দিন ধরে বন্ধ রাখা হয়েছিল। ভোর রাতে দেখতে পান ট্রাকটিতে দাউদাউ করে জ্বলছে। এমন অবস্থায় ট্রাক মালিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেভানো হলেও ট্রাকটি সর্বস্স পুড়ে যায়।তবে কিভাবে আগুন লাগল তা কিছুই বুঝতে পারছে না ট্রাক মালিক। কারোর সাথে তেমন কোন শত্রুতা ছিল না। রোজকার মতো এই ট্রাকটি রাস্তার ধারেই এদিনও রাখা ছিল।যদিও সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

আরও পড়ুন -  ICSE - ISC Results 2021: আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়ে গেল