নেশার বস্তু ব্যবহারের ফলে শারীরিক ব্যাধি এবং আচরণগত আসক্তির মতো রোগ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ নেশার বস্তু ব্যবহারের ফলে শারীরিক ব্যাধি এবং আচরণগত আসক্তির মতো রোগ মোকাবিলার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন আজ গুণমানসম্পন্ন চিকিৎসা নির্দেশিকা শীর্ষক একটি বই প্রকাশ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বইটি প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ-সংক্রামক ব্যাধি যেমন, হৃদরোগ, ক্যান্সার, সড়ক দুর্ঘটনার ফলে মানসিক আঘাতের মতো রোগের সঙ্গে মাদক ব্যবহারের ক্ষতিকারক যোগাযোগ রয়েছে ।তিনি বলেন, জুয়ো খেলা, ঘন ঘন কেনাকাটা করা, সাইবার সম্পর্ক, সাইবার যৌন আসক্তি, পর্ণোগ্রাফি দেখা, অনলাইন গেম খেলা- এই ধরনের বিষয়গুলি সাধারণত আচরণগত আসক্তির সঙ্গেই জড়িত। এই রোগের চিকিৎসার জন্য একটি গুণমানসম্পন্ন চিকিৎসা নির্দেশিকার প্রয়োজন রয়েছে। তাই, এই বইটি প্রকাশ করা হয়েছে। এখানে নেশার সামগ্রী ব্যবহারের ফলে শারীরিক ব্যাধি এবং আচরণগত আসক্তির মতো বিষয়গুলি চিকিৎসার আওতাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -  Jacqueline Fernandez: ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের

কোভিড-১৯-এর সময় এই ধরনের রোগ মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করে ডঃ হর্ষ বর্ধন বলেন, ২০২০ সালের বিশ্ব মাদক বিরোধী সংস্থার রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে, কোভিড-১৯-এর আগে থেকেই এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন কারণে ভুগতেন। অর্থনৈতিক মন্দার ফলে মাদকের ব্যবহারের দিকেও তাঁদের ঝুঁকতেও দেখা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ধূমপায়ীদের মধ্যে কোভিড-১৯-এর সংক্রমণের প্রবণতা বেশি। এমনকি, অ্যালকোহলের নেশাগ্রস্থদের এই সংক্রমণের প্রবণতা বাড়তে পারে। কারণ এগুলির জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে।

আরও পড়ুন -  সাফই কাজকর্ম বন্ধ করে কুলটি থানায় বিক্ষোভ প্রদর্শন

শারীরিক ব্যাধি ও আচরণগত আসক্তির মোকাবিলায় চিকিৎসকদের সাহায্যার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এই নির্দেশিকাটি তৈরি করেছে। এই নির্দেশিকা সম্বলিত বইটি শারীরিক ব্যাধি ও আচরণগত আসক্তির চিকিৎসায় সহায়তা করবে ও দেশকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই বইটির বিষয়ে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রচার করা হবে। প্রয়োজনে চিকিৎসকদের ডিজিটাল মাধ্যমে এই নির্দেশিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার এবং আচরণগত পরিবর্তন আনতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই মাদকাসক্তি এবং আচরণগত আসক্তি থেকে সমাজকে মুক্ত করতে পারলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ৮ নভেম্বর হাজিরা ও ঘোঘার মধ্যে রো-প্যাক্স ফেরি পরিষেবার সূচনা এবং হাজিরাতে রো-প্যাক্স টার্মিনালের উদ্বোধন করবেন

এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে আধুনিক সমাজে দেশের যুব সম্প্রদায়ের জীবনযাত্রা এবং তাদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আচরণগত পরিবর্তন আসার ফলেই আত্মহত্যার মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই মন্ত্রকের এই উদ্যোগকে স্বাগতও জানান তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বিশেষ আধিকারিক শ্রী রাজেশ ভূষণ, স্বাস্থ্য সচিব শ্রীমতী প্রীতি সুদান ও অন্যান্য শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্র – পিআইবি।