প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC । মালদা শহরের রথবাড়ি এলাকায় শ্রমিক সংগঠন কার্যালয়ে এদিন সকালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে তার আত্মার শান্তি কামনা করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভাপতি লক্ষ্মী গুহ, সহ-সভাপতি নিজামুদ্দিন আহমেদ, টাউন কংগ্রেস সভাপতি সন্তোষ কেশরী, যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোক রবিদাস সহ অন্যান্য। এই বিষয়ে INTUC জেলা সভাপতি লক্ষ্মী গুহ জানান, সোমেন দার মৃত্যুতে শোকাহত তারা। একজন দক্ষ নেতৃত্বকে হারালেন তারা।

আরও পড়ুন -  রুশ ক্ষেপণাস্ত্র হামলায়, শতবর্ষী গির্জা ক্ষতিগ্রস্ত ওডেসায়