খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু শিক্ষা থেকে প্রশাসনিক ক্ষেত্র সর্বত্রই মাতৃভাষা ব্যবহারের মাধ্যমে ভারতীয় বিভিন্ন ভাষার সুরক্ষা ও প্রচারের আহ্বান জানিয়েছেন।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় এবং তেলেগু অ্যাকাডেমি বিভাগ আয়োজিত ‘জ্ঞান সৃষ্টি : মাতৃভাষা’ শীর্ষক এক ওয়েবইনারের উদ্বোধন করে শ্রী নাইডু প্রতিটি রাজ্য সরকারকে তার নিজ নিজ সরকারি কাজে মাতৃভাষা ব্যবহার করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, মানুষের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য ভাষার মধ্য থেকেই বোঝা যায়। এমনকি, সঙ্গীত, নৃত্য, রীতিনীতি, উৎসব, প্রথাগত জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক স্তরে থেকে মাতৃভাষায় শিক্ষা দানের ওপর জোর দেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, এতে মাতৃভাষার শুধু প্রচার হবে না, বরং জনপ্রিয়তাও বাড়বে। উপ-রাষ্ট্রপতি বলেন, শুধুমাত্র ইংরাজিতে পড়াশুনা করলেই যে, জীবনের অগ্রগতি ঘটবে – তা ভাবনা অসম্ভব। গবেষণায় দেখে গেছে, যাঁরা মাতৃভাষায় দক্ষ, তাঁরা অন্যান্য ভাষাও সমান স্বাচ্ছন্দ্যে শিখতে পারেন।
উদাহরণ-স্বরূপ তিনি বলেন, ২০১৭ সাল পর্যন্ত নোবেল জয়ীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই নিজ নিজ মাতৃভাষায় পড়াশুনা করেছেন। আরও একটি সমীক্ষায় দেখা গেছে, বিশ্বায়নের ফলে যেসব দেশ অগ্রগতি লাভ করেছে, তারা সকলেই মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে। শ্রী নাইডু বলেন, ইংরাজি বিষয়ে দক্ষ কেউ হলেই গবেষণার কাজ করতে পারেন, এমন ভাবা ঠিক নয়। এটি লক্ষ্যণীয় যে, গ্লোবাল ইনোভেশন সূচকে শীর্ষে থাকা ৪০-৫০টির মতো দেশ, যার ৯০ শতাংশই নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করেছে। শীর্ষ স্থানীয় ভারতীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা ও আলাপচারিতার সময় অনেক বিদেশি ভিআইপি ব্যক্তিরা ইংরাজি জানা সত্ত্বেও তাঁদের মাতৃভাষায় কথা বলেন। এর মাধ্যমে তাঁরা আত্মসম্মানের বার্তা পৌঁছে দেন। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে মাতৃভাষার বিকাশের প্রয়োজন রয়েছে বলেও উপ-রাষ্ট্রপতি জানান। বিভিন্ন ভারতীয় ভাষায় গবেষণার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন শ্রী নাইডু । তিনি বলেন, গবেষকদের বিভিন্ন ভাষায় বিপন্ন শব্দগুলিকে খুঁজে বের করতে হবে। ক্ষয়িষ্ণু ভাষাগুলির পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর জন্য এই ভাষাতে প্রতিদিন কথপোকথন, প্রবন্ধ রচনা ও পাঠ্যপুস্তক প্রকাশেরও পরামর্শ দেন তিনি। শিক্ষক ও অভিভাবকদের ঘরে শিশুদের সঙ্গে কথা বলার সময় এবং অন্য যে কোনও জায়গায় মাতৃভাষায় কথা বলার বিষয়ে অনুরোধ জানান তিনি। শ্রী নাইডু গণমাধ্যমগুলিকে দেশীয় ভাষার প্রচার ও প্রসারের ওপর জোর দিতে বলেন।
এই ওয়েবইনারে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী পি আপ্পারাও, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র চেয়ারম্যান ডঃ সতীশ রেড্ডি, বিশ্ববিদ্যালয়ের তেলেগু বিভাগের প্রধান অধ্যাপিকা অরুণা কুমারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র – পিআইবি।