24 C
Kolkata
Friday, May 10, 2024

প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ একদিকে লকডাউন। অন্যদিকে মরার উপর খাড়ার ঘা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম ৩০ টাকা ছুঁই ছুঁই। এর ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দিলেও ২৫ টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে একটি টাস্কফোর্স নিয়ামতপুরের বিভিন্ন পাইকারি দোকান গুলোতে হানা দেয়। আসানসোল বানপুর বাজার অভিযান চালায়।
আলুর দাম কি, আলুর কালোবাজারি যাতে না হয় অহেতুক স্টক যাতে কেউ করে রাখতে না পারে সেই কারণে অভিযান চালানো হয়। পাশাপাশি ওজনের যন্ত্রগুলি নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সেই যন্ত্র গুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি কোথাও গরমিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান কয়েকদিনের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রনে চলে আসবে।

আরও পড়ুন -  প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী আই কে গুজরালের সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি

Latest News

Web Series: এই ওয়েব সিরিজে রয়েছে উত্তেজনা পরিপূর্ণ, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

Web Series: এই ওয়েব সিরিজে রয়েছে উত্তেজনা পরিপূর্ণ, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img