34 C
Kolkata
Sunday, May 19, 2024

সেস বাবদ ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা সংগ্রহের পরিবর্তে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ কেন্দ্র ১ লক্ষ ৬৫ হাজার ৩০২ কোটি টাকা দিয়েছে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকার ২০২০’র মার্চ মাসের জন্য জিএসটি ক্ষতি পূরণ বাবদ সম্প্রতি ১৩ হাজার ৮০৬ কোটি টাকা মঞ্জুর করেছে। ক্ষতি পূরণ বাবদ এই অর্থ সহ ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যগুলিকে ক্ষতি পূরণ বাবদ সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতি পূরণ বাবদ ১ লক্ষ ৬৫ হাজার ৩০২ কোটি টাকা দেওয়া হলেও আলোচ্য অর্থবর্ষে সেস বাবদ কেন্দ্রীয় সরকারের সংগ্রহের পরিমাণ ৯৫ হাজার ৪৪৪ কোটি টাকা।

আরও পড়ুন -  Shah Rukh Khan: স্কুল থেকে বের করে দিতে চেয়েছিল টাকার অভাবেঃ শাহরুখ খান

২০১৯-২০’র জিএসটি বাবদ ক্ষতি পূরণ মিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এ সংগৃহীত সেস বাবদ বকেয়া অর্থও খরচ করা হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় সরকার ২০১৭-১৮’র আইজিএসটি বাবদ অ্যাপোর্সন ব্যালান্সের অঙ্গ হিসাবে কনস্যুলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কমপেনসেশন ফান্ডে বা ক্ষতি পূরণ তহবিলে ৩১ হাজার ৪১২ কোটি টাকা স্থানান্তরিত করেছে।

নিম্নলিখিত বক্সে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য-ভিত্তিক জিএসটি বাবদ ক্ষতি পূরণের পরিসংখ্যান দেওয়া হয়েছে :

আরও পড়ুন -  জন্মাষ্টমীতে বন্ধ থাকবে কচুয়া লোকনাথ ধাম, মানতে হচ্ছে বহু বিধি নিষেধ

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম

২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি বাবদ ক্ষতি পূরণের অর্থ (টাকার অঙ্ক কোটিতে)

অন্ধ্রপ্রদেশ

৩০২৮

অরুণাচল প্রদেশ

আসাম

১২৮৪

বিহার

৫৪৬৪

ছত্তিশগড়

৪৫২১

দিল্লি

৮৪২৪

গোয়া

১০৯৩

গুজরাট

১৪৮০১

হরিয়ানা

৬৬১৭

১০

হিমাচল প্রদেশ

২৪০০

১১

জম্মু ও কাশ্মীর

৩২৮১

১২

ঝাড়খন্ড

২২১৯

১৩

আরও পড়ুন -  Rasmalai: "সহজে ঘরে তৈরি রসমালাই রেসিপি - বাংলার খাবার"

কর্ণাটক

১৮৬২৮

১৪

কেরল

৮১১১

১৫

মধ্যপ্রদেশ

৬৫৩৮

১৬

মহারাষ্ট্র

১৯২৩৩

১৭

মণিপুর

১৮

মেঘালয়

১৫৭

১৯

মিজোরাম

২০

নাগাল্যান্ড

২১

ওডিশা

৫১২২

২২

পন্ডিচেরী

১০৫৭

২৩

পাঞ্জাব

১২১৮৭

২৪

রাজস্থান

৬৭১০

২৫

সিকিম

২৬

তামিলনাডু

১২৩০৫

২৭

তেলেঙ্গানা

৩০৫৪

২৮

ত্রিপুরা

২৯৩

২৯

উত্তর প্রদেশ

৯১২৩

৩০

উত্তরাখন্ড

৩৩৭৫

৩১

পশ্চিমবঙ্গ

৬২০০

মোট

১৬৫৩০২

সূত্র – পিআইবি।

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img