ST, SC, OBC সেলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আজ কুলটিতে সোমবার বরাকরের পথের সাথী তে কুলটি ব্লক ST,SC,OBC সেলের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। এই সভাতে অনেক বিজেপি কর্মী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন- কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ্বর মুখার্জি,ST,SC,OBC সেলের জেলা সভাপতি মোহন ধীবর,কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস sc st obc সেলের সভাপতি দীননাথ রুইদাস,কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ চৌধুরী, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুব্রত ভাদুরি, কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভানেত্রী মৌমিতা সেনগুপ্ত এবং সকল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

আরও পড়ুন -  হিন্দু মৃত যুবকের সৎ কাজে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা, অমানবিকতার এই ছবি পুরাতন মালদা বরকল অঞ্চলের