রেলপারে কবরস্থানের ভেতর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল উত্তর থানার রেলপার জাহাঙ্গীর মহল্লার কবরস্থানের ভেতর থেকে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর গত বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল কে টি রোডের প্রতিবন্ধী ৫৭ বছরের মহঃ একরাম, শনিবার সকালে জাহাঙ্গীর মহল্লার কবরস্থানের ভেতর ট্রান্সফরমারের পাশ থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হয়। লকডাউনের কারণে কবরস্থানের ভেতর কেউ ঢুকে না শণিবার স্থানীয়রা কবরস্থানের ভেতর থেকে পচা গন্ধ পেলে তারা খুঁজতে গিয়ে দেখে ভেতরে ট্রান্সফরমার ধরে মৃত মহঃ একরাম দাঁড়িয়ে আছে। ময়নাতদন্তের পর জানা যায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। স্থানীয় সূত্রে খবর এই যুবক মানসিক ভারসাম্য ছিল। তিনদিন নিখোঁজ ছিল ছেলেটি। এই বিষয়ে পুলিশ কে জানানো হয়েছিল।

আরও পড়ুন -  Bihar: ১২ জনের মৃত্যু ট্রাকের ধাক্কায়, বিহার জেলার দেসরি এলাকায়