লকডাউন ঘিরে চরম উত্তেজনা ইংরেজবাজারের বালুচর এলাকায়

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ লকডাউন ঘিরে চরম উত্তেজনা ইংরেজবাজারের বালুচর এলাকায়। পুলিশের সাথে ধস্তাধস্তি আমজনতার।
এই ঘটনায় দুই জন পুলিশ কর্মী আহত হয়েছেন। জানা গেছে এই ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ একজনকে আটক করেছে। উল্লেখ্য এদিন সকাল থেকেই লাঠি হাতে রাস্তায় দেখা যায় পুলিশকে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। ঠিক সেই রকমই বালুচর এলাকায় অভিযান চালাতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে যায় সেই এলাকার কয়েকজন সাধারণ মানুষ। পুলিশের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এক ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনায় দুজন পুলিশকর্মী আহত হয়। ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  Web Film: ‘পরী’ ওয়েব ফিল্ম, পূজা চেরী নিয়ে আসছেন