ভারত-ব্রিটেন এক অভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করে পর্যায়ক্রমে এই চুক্তি কার্যকর করতে একমত হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত ও ব্রিটেনের মধ্যে গতকাল চতুর্দশ যৌথ অর্থনৈতিক এবং বাণিজ্য কমিটির ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব মিসেস এলিজাবেথ ট্রাস। এই বৈঠকে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী ও সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দপ্তরের সহ-সচিব মিঃ রনীল জয়বর্ধনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম থমকে আছে, সুবর্ণ সুযোগ আজ!

বৈঠকে শ্রী গোয়েল এবং মিসেস ট্রাস দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং এই চুক্তি পর্যায়ক্রমে কার্যকর করার ব্যাপারে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন। দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার ব্যাপারে উভয় পক্ষের মধ্যে প্রতি মাসে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। মাসিক এই বৈঠকগুলিতে শ্রী পুরী এবং সেদেশের মিঃ জয়বর্ধনে আলোচনায় নেতৃত্ব দেবেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, চলতি বছরের শেষের দিকে নতুন দিল্লিতে বাণিজ্য চুক্তিকে কার্যকর করার ব্যাপারে আলাপ-আলোচনা এগিয়ে নিয়ে যেতে শ্রী গোয়েল ও সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সচিব মিসেস ট্রাসের মধ্যে বৈঠক হবে।

আরও পড়ুন -  রাজ ভবনের আবাসিকদের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

প্রাথমিক আলাপ-আলোচনার পর দু’দেশে বিভাগীয় প্রতিমন্ত্রীরা এক পূর্ণাঙ্গ সভায় অংশ নেন। এই সভায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়। সভায় সিআইআই – এর মহানির্দেশক শ্রী চিরঞ্জিত ব্যানার্জি ভারত-ব্রিটেন সিইও ফোরামের সহ-সভাপতি শ্রী অ্যালয় পিরামল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -  Bill Gates: নতুন উপলব্ধি, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার বিল গেটসের

উভয় পক্ষই খোলা মনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেই সঙ্গে, ভারত ও ব্রিটেনের মধ্যে দীর্ঘস্থায়ী বাণিজ্য ও আর্থিক যোগসূত্রের পুনরুজ্জীবন সম্পর্কে প্রতিশ্রুতি ব্যক্ত করে। এমনকি, বর্তমান কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে স্বাস্থ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়। সূত্র – পিআইবি।