স্যানিটাইজার করাচ্ছে সিপিএম

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানিগঞ্জে করোনা পরিস্থিতিকে সামনে রেখে স্যানিটাইজার করাচ্ছে সিপিএম।
রানিগঞ্জের শিশুবাগান, সেয়ারসোল সহ বিভিন্ন এলাকায় স্যানিটাইজার কাজ করানো হচ্ছে সিপিএমের পক্ষ থেকে। বুধবার সকালে দলীয় পতাকা হাতে নিয়ে স্যানিটাইজার কাজে তদারকি করতে দেখা গেল সিপিএমের কর্মীদের। এদিন রানিগঞ্জের বিধায়ক রুনু দত্ত বলেন, মেন রাস্তার উপরে করপোরেশনের গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমরা ঠিক করেছি রানিগঞ্জ ব্লকের প্রত্যেক টি পাড়াতে গলিতে আমাদের সার্মথ অনুযায়ী স্যানিটাইজার কাজ করব। তিনি আরো বলেন, আমরা যেমন বিরোধিতা করি, তেমন আমরা মানুষের পাশে থাকি।

আরও পড়ুন -  বোল্ড ফটোশুট এ আবার দেখা গেল !