বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। উদ্ধার এক কোটি টাকা নগদ ও ২৫৭.৮ কেজি গাঁজা।
রবিবার কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জামুরিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগদ এক কোটির বেশি টাকা ও ২৫৭,৮ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সোর্স মারফত খবর পেয়ে জামুরিয়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ এক ঝাড়খণ্ডের বাসিন্দা সহ মোট ৫ জনকে গ্রেফতার করে। পুলিশের প্রথমিক অনুমান প্রায় এক বছর ধরে এই কাজ করছিলেন ধৃতেরা। এই গাঁজা কোথা থেকে আনা হত, কোথায় পাঠানো হত সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের কয়েকজন কে পুলিশ হেফাজতে নিয়ে আরো জিঞ্জাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিসি সেন্ট্রাল সায়ক দাস।

আরও পড়ুন -  Bhojpuri Song: প্রচুর নাচলেন আম্রপালি এই অবস্থায় নিরহুয়ার সাথে, ধাবার বাইরে রোমান্স