লাইব্রেরির উদ্বোধন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল পুরনিগমের ১৪ নং ওয়ার্ডে তপসি বাবা মন্দিরের কাছে শনিবার একটি লাইব্রেরির উদ্বোধন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, এটা সত্যি যে, কয়েক বছর আগেও এই শিল্পাঞ্চলের যুবদের দাবি ছিলো যে তাদের চাকরির জন্য তৈরী হওয়ার জন্য লাইব্রেরিতে পুরনিগম তৈরী করে দিক৷ যাতে তারা সেই লাইব্রেরির সাহায্যে চাকরির জন্য নিজেদের তৈরী করতে পারে। কারণ চাকরির কোচিং নিতে লক্ষ টাকা লাগে। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদে বিভিন্ন জায়গায় লাইব্রেরি তৈরি করা হয়েছে। এখানে এই লাইব্রেরি তৈরী করতে পেরে বেশ ভালো লাগছে। কিন্তু বছর খানেকের মধ্যে এই লাইব্রেরি থেকে সুবিধা নিয়ে নিজেদের তৈরী করে ২০/২৫ জন যুবক যদি চাকরি পায়, তাহলে আরো ভালো লাগবে। এই লাইব্রেরির অপব্যবহার হওয়া চলবে না। এখানে আরো কিছু ভালো বইয়ের ব্যবস্থা করা হবে। যাতে ছেলেমেয়েরা আরো ভালো করে পড়তে পারে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সোশাল ডিস্টেন্স মেনে চলা জরুরি। এই এলাকার বাসিন্দারা সমস্যা নিয়ে আমার কাছে আসেন৷ এই এলাকা নতুন জায়গা। তার এখানে কাজ করা প্রয়োজন আছে। এখানে যারা যুব আছে, তাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা সমস্যা যদি ভালো করে জানতে পারি, তাহলে তার সমাধান আমরা করতে পারবো৷ প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের সবার জন্য কাজ করছেন। তারজন্য ভগবানের আশীর্বাদ ও লোকেদের সহযোগিতা পাওয়া জরুরি। যুবদের কাছে আবেদন করে বলছি, তারা এগিয়ে আসুক। তারা যত এগিয়ে আসবে, তত সমাজ এগোবে। এই অনুষ্ঠানে কাউন্সিলর নরেন্দ্র মূর্মু, মনোজ যাদব সহ রাইজিং আসানসোলের সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন -  নাচের তালে......