রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথমা দেবস্মিতা মহাপাত্র

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ বনমালীচট্টা হাইস্কুলে র ভূগোলের কৃতি শিক্ষক দেবাশীষ মহাপাত্র ও ভবানীচক হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা স্বপ্না মহাপাত্র দম্পতি র মেয়ে দেবস্মিতা মহাপাত্র ২০২০ মাধ্যমিক পরীক্ষায় ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথমা হয়েছে। ভবানীচক হাইস্কুলে র ছাত্রী দেবস্মিতা মহাপাত্র কে সম্বর্ধিত করলেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। দীর্ঘদিনের সহকর্মী দেবাশীষ মহাপাত্র, সহধর্মিণী শিক্ষিকা স্বপ্না মহাপাত্র, কৃতি ছাত্রী দেবস্মিতা মহাপাত্রের সাথে একই ফ্রেমে।

আরও পড়ুন -  Open Navel: শাড়িতে উন্মুক্ত নাভি, যুবতীর দুর্দান্ত নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল