পারিবারিক বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পারিবারিক বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার চাঁদ মনি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাইন তোলা লক্ষ্মীপুর গ্রামে। মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জখম ব্যাক্তির মৃত্যু হয় সোমবার সকালে
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ শামসুদ্দিন বয়স (৬২)। পরিবারে রয়েছে স্ত্রী বেগম চার ছেলে ও চার মেয়ে। প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রবিবার রাতে সবাই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত্রি বারোটা নাগাদ হঠাৎ শামসুদ্দিনের চিৎকার শুনে উঠে পরিবারের সদস্য। উঠে দেখে শামসুদ্দিনকে বড় ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বিবি মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করছে।পরিবারের লোক ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বাবাকে উদ্ধার করে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসা চলাকালীন সোমবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ঘটনার পর গ্রামে যাই রতুয়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত ছেলে ও বৌমাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। মৃতের মেজো ছেলে তারিকুল আলম জানান যে প্রত্যেক দিনের মতো গতকালকে আমরা ঘুমিয়ে গেছিলাম হঠাৎ রাত্রি বারোটা নাগাদ বাবার চিৎকার শুনে উঠে দেখি বাবাকে মারছে আমার দাদা ও বৌদি। আমার ছুটে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দাদা বৌদি। বাবাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে সামসি হাসপাতালে নিয়ে যায়। বাবার অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারবাবুরা পাঠিয়ে দেয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে বাবার মৃত্যু হয়। আরো জানান গত সাতদিন আগে আমার দাদার আরব থেকে কাজ করে ফিরে বাড়িতে। কিন্তু কী কারণে ঝামেলা কিছুই বুঝে উঠতে পারছিনা। তবে মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা নিয়ে বৌদির সাথে ঝামেলা হতো। আমি চাই আমার বাবার মৃত্যুর জন্য দায়ী তার শাস্তি চাই। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন -  কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্না ও বিক্ষোভ অবস্থান