করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় এর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। ২০১১ ব্যাচের WBCS অফিসার ছিলেন। পুরুলিয়ার দুই নম্বর ব্লকের বিডিও ছিলেন সেখান থেকে বদলি হয়ে এসেছিলেন।
করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ট্রেনগুলি ডানকুনিতে এসে পৌঁছে ছিল সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য খাওয়া দাওয়া ও অন্যান্য ব্যাবস্থা করছিলেন। এরপর নিজেই করোনা আক্রান্ত হয়। গতকাল শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি হয়।

আরও পড়ুন -  SUCI নেতা সুধাংশু জানাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামলে SUCI

আজ সকালে তার মৃত্যু হয়। চন্দননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা রায়। পরিবারে তার স্বামী ও তার চার বছরের শিশু সন্তান রয়েছে। ছবি – সংগৃহীত।