অভিনেতা অমিতাভ বচ্চন করোনা পজেটিভ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে শনিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। টুইটারে নিজেই এই কথা জানিয়েছেন বিগ বি।

খবরে বলা হয়, অমিতাভ বচ্চন টুইটারে জানিয়েছেন, তিনি করোনা পজেটিভ। এই কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবার ও যারা বাড়িতে কাজ করেন তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও করোনা পরীক্ষার ফলাফল আসেনি।

আরও পড়ুন -  Google e-mail: প্রতারণামূলক কাজে ব্যবহৃত হওয়ায় ১৬ লাখ ই-মেইল বন্ধ করেছে গুগল

টুইটারে বিগ বি জনসাধারণের কাছে আবেদন করেন, গত দশ দিনে তার সান্নিধ্যে যারা এসেছেন, তারা যেনো কোভিড পরীক্ষা করেন।

এই খবর পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন সোনু সুদ, তাপসী পান্নু প্রভৃতি অভিনেতারা।

আরও পড়ুন -  Lover House: প্রেমিকার বাড়িতে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে উত্তম-মধ্যম জুটলো প্রেমিকের!

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরে হাসপাতালেও ছিলেন তিনি। হালেই গুলাবো সিতাবো ছবিতে তাকে দেখা গিয়েছিল। যদিও কোভিডের জন্য সেটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে। তার আগামী কয়েকটি ছবি হলো চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুণ্ড।

আরও পড়ুন -  Rishi Sunak: ঋষি সুনাক, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে

বলিউডে এর আগে কণিকা কাপুর ও কিরণ কুমার করোনায় আক্রান্ত হয়েছেন। ছবি – গুগল।