কোল ইন্ডিয়া বেসরকারি করণের প্রতিবাদ

Published By: Khabar India Online | Published On:

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ কোল ইন্ডিয়া বেসরকারি করণের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ অবস্থান বিক্ষোভ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের চেঙ্গাইল স্টেশনের সামনে।
উপস্তিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।
বিধায়ক ইদ্রিশ আলি তার ভাষণে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই।তিনি ইতিমধ্যেই মানুষের উন্নয়নের স্বার্থে যা কাজ করেছে বাংলার মানুষ কোনোদিন ভুলবেনা।বি জে পি,কংগ্রেস , সি পি এম সহ বিরোধিরা যতোই মিথ্যে কথা বলে বেড়াক সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষ বিরোধীদের কথা বিশ্বাস করেনা।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাদশা মিদদে,প্রাক্তন কাউন্সিলর সেখ সেলিম,কৌশিক দাস সহ অনেকেই।।

আরও পড়ুন -  Jio 5G ফোন আসছে, আগ্রহীদের জন্য সুখবর