অস্ত্র সহ ৪ ডাকাত দল কে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার। গোপন সূত্রে খবর পেয়ে শহরের
আম বাজার থেকে অস্ত্র সহ ৪ ডাকাত দল কে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত চার ডাকাত দলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, এক রাউন্ড কার্তুজ একটি চাকু ও একটি লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যে তারা এলাকায় জড়ো হয়েছিল। কিন্তু পুলিশের জালে তারা ধরা পড়ে যায়। তাদের নাম রাজা মন্ডল বয়স ১৮, পঙ্কজ বসাক বয়স ১৮ , বেচন মন্ডল বয়স কুড়ি ,মোবারক শেখ বয়স কুড়ি ,এদের বাড়ি কালিয়াচ, বৈষ্ণবনগর, ইংরেজবাজার থানা ,এলাকায়।
তবে এর পিছনে আরো কেউ যুক্ত আছে কিনা এই বিষয় নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন -  Weather Forecast: ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, আবহাওয়ার ব্যাপক ভোলবদল