রেলকে বিলগ্নিকরনের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কেন্দ্রীয় সরকারের রেল শিল্পকে বেসরকারিকরনের প্রতিবাদে মঙ্গলবার সমগ্র পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত স্টেশনে বিক্ষোভ দেখান। আসানসোল স্টেশনে তৃনমুল কংগ্রেসের মেয়র পারিষদ ও শ্রমিক নেতা অভিজিৎ ঘটকের নেতৃত্বে বিক্ষোভ দেখান। অভিজিৎ ঘটক জানান ভারতের গর্ব রেল সংস্থার ক্যাটারিংকে প্রথমে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যে কয়েকটা ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, রেলে চাকরির পদ বিলুপ্ত করে দিচ্ছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা স্বপ্ন দেখে থাকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবে কিন্তু কেন্দ্রীয় সরকার সব সরকারি প্রতিষ্ঠান বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে তৃনমূল কংগ্রেস সারা রাজ্যে বিক্ষোভ দেখাচ্ছে আগামীদিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন -  Mithai: চাওয়ালা সাজলো উচ্ছেবাবু, মিঠাই রানীর কান্না থামাতে !

Leave a Comment