তৃণমূলের প্রতিবাদ মিছিল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। আসানসোলের বারাবনি বিধানসভার তৃণমূল এর ডাকে প্রতিবাদ মিছিল। পেট্রল ও ডিজেল মূল্য বৃদ্ধি এবং কয়লা ক্ষনি. ভারতীয় রেল বেসরকারি করণ ও রান্নার গ্যাসের মূল্য সহ একাদিক দাবি নিয়ে বারাবনি কলজোড়া থেকে মিছিল করে দোমহানি বাজার পর্যন্ত করা হয়। অন্য দিকে পাঁচগাছিয়া থেকে মিছিল বের করা হয়। একই সাথে মিছিলে নেতৃত্ব দেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, ব্লক প্রেসিডেন্ট অসিত সিং সহ তৃণমূলের কর্মীসমর্থকা।

আরও পড়ুন -  Gold Price Today: কমে গেল দাম কলকাতার বাজারে সোনা