চোরাচালান বন্ধ করতে এবারে নদীপথে নজরদারি শুরু করল বিএসএফ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ চোরাচালান বন্ধ করতে এবারে নদীপথে নজরদারি শুরু করল বিএসএফ। ইংরেজবাজার জহুরা তলা, কুমারপুর এবং মসিনপুর সীমান্তবর্তী এলাকায় মহানন্দা নদীতে স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি শুরু করেছে বিএসএফ। উল্লেখ্য এই সময় মহানন্দা নদীর জল অনেক বেড়ে যায়। এই সুযোগে পাচারকারীরা কলার ভেলায় মহানন্দা নদীতে গরু ভাসিয়ে দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে। তাই বিএসএফ এর উদ্যোগে নদীপথে এই নজরদারি বলে জানা গেছে।

আরও পড়ুন -  Train Cancel On Cyclone: ঘূর্ণিঝড় ডানা, ২৩-২৫ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের তালিকা