বড়োসড়ো সাফল্য পেল মালদা থানার পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ      কালিয়াচকের পর এবার পুরাতন মালদা। বড়োসড়ো সাফল্য পেল মালদা থানার পুলিশ। বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। দুই দিন ধরে মালদা থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পুলিশ সূত্রে জানা যায় যার বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার ৭২০ টাকা। অন্য রাজ্য থেকেই ফেনসিডিল গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী রহমান বিশ্বাস ।

আরও পড়ুন -  Jaharlal Nehru's Birthday: জহরলাল নেহেরুর জন্ম দিবস উদযাপনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গে শিশু দিবস পালন

বৃহস্পতিবার রাত্রে মালদা থানায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মেহেদি রহমান বিশ্বাস জানান ২৯ জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা থানার পুলিশ। অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪৭৫০০ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়।

আরও পড়ুন -  Aparajita Adhya: অপরাজিতা, সিরিয়াল শেষ হতেই গর্জে উঠলেন