প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধগুলি ৬ই জুন থেকে খুলবে : শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ      কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রক ও ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধগুলি আগামী ৬ই জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যে স্মৃতিসৌধ অথবা জাদুঘরগুলি কন্টেইমেন্ট জোনের বাইরে সেগুলিই একমাত্র দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ এবং স্থানগুলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা স্বাস্থ্য নিয়মবিধি মেনে চলতে হবে। সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে দর্শকদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। রাজ্য অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোন সুনির্দিষ্ট নির্দেশ থাকে তাও কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন -  Mother: পুটু পিসি ওরফে সোহিনী, মা হতে চলেছেন

কোভিড-১৯ মহামারীর জেরে এই স্মৃতিসৌধগুলি বন্ধ করা হয়েছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতায় বর্তমানে ৩ হাজার ৬৯১টি কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ রয়েছে। এরমধ্যে ৮২০টি স্মৃতিসৌধ পুজোপাঠের জন্য গত ৮ই জুন খুলে গিয়েছিল।

আরও পড়ুন -  রিল বানালেন Gori Nagori, তারপর তাপমাত্রা বাড়ালেন ইন্টারনেটে, Video দেখুন

ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তর সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ, জাদুঘরগুলি খোলার জন্য যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর চালু করেছে ,তা জানা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটে। https://asi.nic.in/wp-content/uploads/bsk-pdf-manager/2041_SOP_FOR_OPENING_OF_MONUMENTS.PDF

দর্শকদের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা জানা যাবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে https://asi.nic.in/wp-content/uploads/bsk-pdf-manager/2040_INSTRUCTION_OF_ARCHAEOLOGICAL_SURVEY_OF_INDIA_(22)22-CONVERTED.PDF

আরও পড়ুন -  Ranbir-Aliar: ডিসেম্বরে বিয়ে, রণবীর-আলিয়ার

সূত্র – পিআইবি।